SSC Scam: পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকেও আটক ইডি-র
স্কুল সার্ভিস কমিশনের (SSC) দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই গ্রেফতারির সাথে সাথে আটক করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতাকেও। অর্পিতার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর।
গতকাল ইডির হানায় অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি টাকা। ইডি সূত্রে খবর, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। মন্ত্রীর পরিচিতের ডায়মন্ড সিটির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে থেকেই এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। অনেক সম্পত্তিরও হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর। টাকা ছাড়াও বিপুল সোনা, বৈদেশিক মুদ্রা এবং অনেক মোবাইল ফোনও উদ্ধার হয়েছে।
তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে অর্পিতার বিরুদ্ধেও। শোনা যাচ্ছে, যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন অর্পিতা। সেক্ষেত্রে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হতে পারে তাঁকে।
সূত্রে খবর, অর্পিতা জানিয়েছেন, তিনি অভিনয় করেন। এটাই আয়ের উৎস। কিন্তু অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? জানা গিয়েছে, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উৎস জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। জানতে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, পার্থর ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল? কেনই বা ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল? সদুত্তর এখনও নেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊