Latest News

6/recent/ticker-posts

Ad Code

Srabanti Chatterjee : মলদ্বীপের সমুদ্র সৈকতে শ্রাবন্তী, দেখে নিন একান্ত মুহূর্তের কিছু ছবি

মলদ্বীপের সমুদ্র সৈকতে শ্রাবন্তী, দেখে নিন একান্ত মুহূর্তের কিছু ছবি


শ্রাবন্তী




নীল সমুদের পারে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন শ্রাবন্তী ( Srabanti Chatterjee)। যার সৌন্দর্য্যে মুগ্ধ নেটদুনিয়া। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এভাবেই ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Srabanti Chatterjee) ।




মলদ্বীপের সমুদ্র সৈকতে অবসর যাপন করছেন চিত্রনায়িকা শ্রাবন্তী ( Srabanti Chatterjee) । তারই বেশকিছু মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।




শ্রাবন্তী

তবে শ্রাবন্তীর ( Srabanti Chatterjee) ইনস্টাস্টোরিতে উঠে এসেছে আরও কিছু রোম্যান্টিক মুহূর্ত। মলদ্বীপের বিলাসবহুল রিসর্টে রয়েছেন অভিনেত্রী। 


রিসর্টের ভিতর থেকেই লেন্সবন্দি করেছেন এক ফালি চাঁদ, ওয়াইনের গ্লাস হাতে চোখ রেখেছেন ল্যাপটপে। আবার কখনও সুস্বাদু সি ফুড দিয়ে রসনা তৃপ্তি করেছেন।


শ্রাবন্তী




তবে মলদ্বীপের এই রোম্যান্টিক মুহূর্তগুলি কার সঙ্গে কাটাচ্ছেন শ্রাবন্তী ( Srabanti Chatterjee) ? সে উত্তর অবশ্য মেলেনি। নেটাগরিকরা মুখিয়ে আছে তা জানতে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষ্যাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন- 'নিঃশর্ত ভালোবাসা পেয়েছি, জীবনে কোনও আক্ষেপ নেই' ।


শ্রাবন্তী


আজকাল প্রেমিক অভিরূপ নাগের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Srabanti Chatterjee)। এবার মলদ্বীপে শ্রাবন্তী সঙ্গীও কি সেই অভরূপ? শ্রাবন্তীর পোস্ট দেখে তারই উত্তর খুঁজছে নেট জনতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code