Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Governor Oath: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন লা গনেশন

WB Governor Oath: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন লা গনেশন

La Ganeshan



পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল হিসেবে শপথ নিলেন লা গনেশন (La Ganeshan)। এনডিএ-(NDA)-র তরফে বাংলার সদ‍্য প্রাক্তন রাজ‍্যপাল জগদীপ ধনকড়কে (Jagadeep Dhankar) উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করার পর বাংলার রাজ‍্যপাল থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড় (Jagadeep Dhankar)। এরপরেই রাষ্ট্রপতি ভবনের তরফে জানিয়ে দেওয়া হয় বাংলার রাজ‍্যপাল (WB Governor) হিসেবে অতিরিক্ত দায়িত্ব নেবেন মনিপুরের রাজ‍্যপাল লা গনেশন (La Ganeshan)।




ঘোষনার পরেই, আজ বিকেলে বাংলায় পৌঁছান লা গনেশন (La Ganeshan)। বিমাবন্দরে নয়া রাজ্যপালকে স্বাগত জানান রাজ্যের দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও সুজিত সরকার। দমদম বিমানবন্দর থেকে সোজা রাজভবনে। রাজভবনে নয়া রাজ‍্যপালের জন‍্য অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandyopadhyay)। ঘড়িতে তখন প্রায় সাতটা। এদিন সন্ধ‍্যায় নয়া রাজ্যপাল লা গণেশন (La. Ganesan)-কে শপথবাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি।




পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন লা গণেশন (La. Ganesan)। যতদিন পর্যন্ত স্থায়ী রাজ্য়পাল নিযুক্ত হচ্ছেন, ততদিন পর্যন্ত বাংলার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল। এদিকে আজ এনডিএ পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন জগদীপ ধনকড়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code