অসুরের গলায় জীবন্ত সাপ! চাঞ্চল্য এলাকাজুড়ে

অসুরের গলায় জীবন্ত সাপ! চাঞ্চল্য এলাকাজুড়ে

Durga Puja



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ



দুর্গা পুজোর আর খুব একটা দেরি নেই । তাই জোরকদমে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। কিন্তু প্রতিমা তৈরি করতে করতে চমকে উঠলেন ময়নাগুড়ির মৃৎ শিল্পী সুধীর পাল। কি হলো? কেনই বা চমকে উঠলেন তিনি? প্রতিমার অসুরের দিকে চোখ ফেরাতেই দেখেন অসুরের গলায় জীবন্ত সাপ। যা দেখে রীতিমতো চমকে ওঠেন তিনি। শুরু করে দেন চিৎকার চেঁচামেচি। 



খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।



জানা যায়, ময়নাগুড়ি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সুধীর পালের প্রতিমা কারখানার ঘরে মঙ্গলবার বিকেলে ঢুকে পড়ে একটি অজগরের বাচ্চা। সেই সাপ অসুরের গলায় পেঁচিয়ে থাকে। সুধীর বাবু প্রতিমার কাজ করতে গেলে চোখে পড়ে সাপটি। শুরু করেন চেঁচামেচি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। তারা এসে সাপটিকে উদ্ধার করেন। 



জানা যায়, সাপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে। এই বিষয়ে সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, " এটি একটি বার্মিজ প্রজাতির পাইথন। এর দৈর্ঘ্য প্রায় ২ ফুট। সাপটিকে উদ্ধার করে আমরা রামশাই মোবাইল স্কোয়ার্ডের হাতে তুলে দিয়েছি।"

অসুরের গলায় জীবন্ত সাপ! চাঞ্চল্য এলাকাজুড়ে

Posted by Sangbad Ekalavya on Friday, July 22, 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ