অমরনাথ বেড়াতে গিয়ে আটক ধূপগুড়ির ৬ যুবক। দুইজন নিরাপদ কম্পে ফিরলেও বাকি ৪ জন এখনো অব্দি ফিরতে পারেনি, চিন্তায় পরিবার।
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ।
গত ৪ই জুলাই সোমবার ধূপগুড়ির ৬ বন্ধু মিলে ঘুরতে যায় অমরনাথ দর্শন করতে। আর সেখানে গিয়েই ঘটে বিপত্তি।
জানা গেছে, শুক্রবার অমরনাথের পবিত্র গুহায় একটি মেঘ বিস্ফোরণ ঘটে যার ফলে পবিত্র গুহা সংলগ্ন 'নালা' থেকে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয় যারফলে পাহাড় ধসে পড়ে।
এনডিআরএফ এবং এসডিআরএফ উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। আটকে পড়ে বহু পর্যটক।
মেঘ বিস্ফোরণ ফ্ল্যাশ বন্যার সম্মুখীন হয়। পুলিশ, এনডিআরএফ এবং এসএফ উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের চিকিৎসার জন্য বিমানে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
এখনও অবধি দুইজন প্রায় ১৮ কিলোমিটার পায়ে হেঁটে একটি কাম্পে স্থান নেয়। বাকি ৪ জনের হদিস এখন অব্দি পাওয়া যায়নি। যদিও ওই এলাকায় নেটওয়ার্ক খুব কম থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি পরিবার সূত্রে জানা গেছে। এনডিআরএফ ডিজি, অতুল কারওয়াল বলেছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের মতে, যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কোভিড মহামারীর কারণে ২ বছরের ব্যবধানে ৩০শে জুন অমরনাথ যাত্রা শুরু হয়েছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊