ধূপগুড়িতে শুরু হল দুর্গাপুজোর প্রস্তুতি এবার রাম মন্দির তৈরি করছেন উত্তরায়ন কালচারাল ও অ্যাথলেটিক ক্লাব
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন
ঢাকে যেন কাঠি পড়ল। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ । আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের এখনো মাস কয়েক দেরি। বিগত বছর গুলিতে ঠিক তেমন পূজোর আয়োজন করা না হলেও এ বছর কিন্তু অন্য-রকম করে পুজোর প্রস্তুতি করছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির উত্তরায়ন ক্লাব ও পাঠাগার। উল্লেখ্য দু'বছর করোনার কারণে কোথাও বিগ বাজেটের পূজো হয়নি বা সেভাবে।
এবছর করোনা আবহ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতি পুজোর প্রস্তুতি সারছেন উত্তরবঙ্গের দুর্গা উৎসব কমিটির সদস্যরা।
উত্তরবঙ্গের যেসব জায়গায় বিগ বাজেটের দুর্গা পূজার আয়োজন করা হয় তার অন্যতম হলো ধূপগুড়ি। আর ধুপগুড়ির উত্তরায়ন কালচারাল ও অ্যাথলেটিক ক্লাব দুর্গাপূজোয় একটি পরিচিত নাম। এবছর ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ। আর এই সুবর্ণ জয়ন্তী বর্ষে রাম মন্দিরের আদলে তৈরি করা হবে পুজো মণ্ডপ। শুক্রবার পূর্ণ তিথিতে দুর্গাপুজোর খুঁটি পুজো সেরে নিল উত্তরায়ণ কালচারাল ও অ্যাথলেটিক্স ক্লাব। এদিন খুঁটি পূজা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ক্লাবের তরফে। রীতিমতো ৫০টি ঢাক নিয়ে একটি মডেল রাম মন্দির নিয়ে গোটা ধূপগুড়ি শহরে সেই শোভাযাত্রাটি পরিক্রমা করে।
এদিনের শোভাযাত্রায় ক্লাবের সদস্যরা যেমন হলুদ রঙ্গের পাঞ্জাবি পড়েছিলেন ঠিক একইভাবে সদস্যরা শাড়ি পড়ে অংশ নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই বলা যেতেই পারে ধূপগুড়িতে যেন দুর্গা উৎসবের কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। ক্লাবের সদস্যরা আশা করেছেন রাম মন্দিরের আদলে পূজা মন্ডপ বানিয়ে এবার তাক লাগাবে উত্তরায়ণ কালচারাল অ্যাথলেটিক্স ক্লাব।
এই বিষয়ে ক্লাবের সম্পাদক বিভাষ চক্রবর্তী বলেন, বিগত বছরগুলিতে কেমন জাঁকজম করে পূজোর আয়োজন করা না হলেও এবার ধূপগুড়িবাসীকে নতুন করে একটি চমক দেওয়ার পরিকল্পনা করেছি।
আশা করা যেতে পারে সকলেই এই রাম মন্দির দেখে আপ্লুত হবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊