Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nirmala Mishra Demise: নক্ষত্রপতন! চলে গেলেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র 


Nirmala Mishra



প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra)। রাত ১২.০৫ -এ চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন নির্মলা মিশ্র (Nirmala Mishra)। প্রয়াত ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’ গানের স্রষ্টা। 



দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন Nirmala Mishra। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নির্মলা মিশ্র (Nirmala Mishra)। ২০১৫ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন, হাসপাতালে ভর্তি হন। গত এক মাস থেকে বেশ অসুস্থ ছিলেন তিনি, বন্ধ হয় কথা। হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। টিউবের সাহায্যে খাওয়ানো হচ্ছিল প্রবীণ শিল্পীকে। শনিবার রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয় বলে খবর। 



বাংলা আধুনিক গানের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এই গানগুলিতে নির্মলা মিশ্রের অবদান চিরস্মরণীয়। সকালে নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। কেওড়াতলা শ্মশানে হবে শেষকৃত্য। শিল্পীর জন্ম ১৯৩৮-র ২১ অক্টোবর। ১৯৬০ সালে সঙ্গীত জগতে পা রাখেন শিল্পী। সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাঁকে ‘শ্রী লোকনাথ’ ছবির গান গাওয়ার সুযোগ দেন। স্ত্রী, অভিনেত্রী, অনুতাপ ইত্যাদি উল্লেখযোগ‍্য সিনেমায় গান গাওয়ার পাশাপাশি অসংখ্য আধুনিক বাংলা গান গেয়েছেন তিনি।  



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code