Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের সততার নজির! হারিয়ে যাওয়া ব‍্যাগ মালিকের কাছে পৌঁছালো পুলিশ

ফের সততার নজির! হারিয়ে যাওয়া ব‍্যাগ মালিকের কাছে পৌঁছালো পুলিশ




দক্ষিণ দিনাজপুর: 


ফের সততার অনন্য নজির।হারিয়ে যাওয়া ব্যাগ কুরিয়ে পেয়ে মালিকের হাতে তুলে দিল বালুঘাট থানার পুলিশ। শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার আইসির উপস্থিতিতে সেই ব্যাগ তুলে দেওয়া হল ব্যাগের মালিকের হাতে। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে বালুরঘাট থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মানিক সরকার। কুরিয়ে পাওয়া ব্যাগে টাকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ছিল। 



গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে বালুরঘাট কলেজ মোড় এলাকায় মোটর সাইকেল থেকে ব্যাগটি পরে গেছিল। ব্যাগটি পরে থাকতে দেখে তা তুলে বালুরঘাট থানায় জমা দেন কর্তব্যরত পুলিশ ও সিভিক কর্মীরা৷ এরপর ব্যাগের মালিকের খোঁজ মেলে। এরপর এদিন ব্যাগটি মালিকের হাতে তুলে দেওয়া হয়।




জানা গেছে, মানিক সরকার পেশায় কাঠ ব্যবসায়ী৷ বাড়ি বালুরঘাট শহরের চকভৃগু এলাকায়৷ গতকাল রাতে বাড়ি ফেরার সময় মটর সাইকেল থেকে ব্যাগটি পরে যায় কলেজ মোড় এলাকায়। এদিকে সেই সময় কর্তব্যরত পুলিশ ও সিভিক কর্মীরা ব্যাগটি কুড়িয়ে পান। ব্যাগ খুলতে নগদ টাকা, ব্যাঙ্কের চেক বই সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র নজরে আসে৷ এরপরই ব্যাগটি থানায় জমা করেন পুলিশকর্মীরা। 



এদিকে ব্যাগের মালিকের খোঁজখুজি করতেই জানতে পারেন তার হারানো ব্যাগটি পুলিশ পেয়েছে। এরপর পুলিশের পক্ষ থেকে এদিন ব্যাগটি তুলে দেওয়া হয়৷ বালুরঘাট থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ব্যাগের মালিক মানিক সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code