Durga Puja 2022 : রথ যাত্রার শুভ দিনে দিনহাটা বেশ কয়েকটি দুর্গাপূজার প্রস্তুতি শুরু হলো


priest with pujathali




দিনহাটা - শুভ রথযাত্রার (Rath Yatra) দিনে দিনহাটা শহরের বেশ কয়েকটি শতবর্ষ প্রাচীন দুর্গাপূজা কমিটির খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি (Dinhata Durga Puja 2022) শুরু হল। 

দিনহাটা শহরের শতবর্ষ প্রাচীন মা মহামায়া পাঠ দূর্গা পূজা কমিটির এবছর ১৩২ তম বর্ষে দুর্গা পূজা (Durga Puja 2022) অনুষ্ঠিত হবে। সেই কারণে আজ সকালে নিয়ম নীতি মেনে কাঠামো পূজার মধ্য দিয়ে পূজা প্রস্তুতি শুরু হল। 

some man with flower
মা মহামায়া পাঠ দূর্গা পূজা কমিটি

অপরদিকে দিনহাটা শহরের বিগ বাজেট পুজো কমিটির মধ্যে দিনহাটা শহীদ কর্ণার দুর্গা পূজা (Durga Puja) কমিটির তরফে আজ খুঁটি পূজার মধ্য দিয়ে এ বছরের দুর্গা পূজার প্রস্তুতি শুরু হল। উপস্থিত ছিলেন দিনহাটা বিধানসভার বিধায়ক তথা পূজা কমিটির সভাপতি উদয়ন গুহ। 

এছাড়াও শুক্রবার রথযাত্রা শুভলগ্নে দিনহাটা শহরের গোপালনগর দক্ষিনাংশের ৫১ তম বর্ষের দুর্গাপূজার (Durga Puja)  খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেস্বরী।