Partha Chaterjee: SSC-র পর এবার TET দুর্নীতিতেও নাম জড়ালো পার্থ চট্টোপাধ‍্যায়ের!

Partha Chaterjee



স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির পর এবার টেট দুর্নীতিতেও নাম জড়ালো পার্থ চট্টোপাধ‍্যায়ের।



SSC দুর্নীতিতে গত শুক্রবার গ্রেফতার হয়েছেন রাজ‍্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়। ED গ্রেফতার করেছে তাঁকে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ‍্যায়ের বাড়ি থেকে ২১কোটি টাকা, গহনা, বেশ কিছু মোবাইল উদ্ধারের পরেই পার্থকে গ্রেফতার করে ইডি।




নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসছে একের পর এক তথ্য। একাধিক নথি উদ্ধার করে ইডি। উদ্ধার নথিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। এই সংশোধিত তালিকাতেই দুর্নীতি এবং কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ ওঠে। পাওয়া গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির নোটও।



জানা যাচ্ছে, সিজার লিস্টের ১৩ নম্বরে উল্লেখ রয়েছে পার্থর বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ, বদলি সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড। একাধিক নথি উদ্ধারের পর ইডি আধিকারিকদের দাবি, এসএসসি, গ্রুপ-ডি ছাড়াও টেট দুর্নীতি মামলায় নাম জড়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর।



ইডি-র দাবি, শুধু টেট বা SSC সংক্রান্ত নথি নয়, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অর্পিতার (Arpita Mukherjee) নামে থাকা ৭টি সম্পত্তির দলিল মিলেছে। সিজার লিস্টে তারও উল্লেখ রয়েছে।