SCHOOL TEACHER RECRUITMENT: সরকারি স্কুলে শিক্ষক-শিক্ষাকর্মী মিলে ১৬১৬ শূন্যপদ পূরণে বিজ্ঞপ্তি, এখনি আবেদন করুন
স্নাতক শিক্ষক (TGT), স্নাতকোত্তর শিক্ষক (PGT), সঙ্গীত, শিল্প এবং অধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষক পদে (Teacher Recruitment) নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয় সমিতির অধীনে এই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে খবর। মোট 1616 টি শূন্যপদে হবে এই নিয়োগ প্রক্রিয়া।
২ জুলাই ২০২২ থেকে আবেদন গ্রহন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ২২ জুলাই ২০২২।
মোট শূন্যপদের সংখ্যা ১,৬১৬টি
প্রিন্সিপাল- ১২টি পদ
পিজিটি-
বায়োলজি- ৪২টি
কেমিস্ট্রি- ৫৫টি
কমার্স- ২৯টি
ইকোনমিকস- ৮৩টি
ইংরেজি- ৩৭টি
ভূগোল- ৪৭টি
হিন্দি- ২০টি
ইতিহাস- ২৩টি
ম্যাথমেটিকস- ২৬টি
ফিজিকস- ১৯টি
কম্পিউটার সায়েন্স- ২২টি
টিজিটি-
ইংরেজি- ১৪৪টি
হিন্দি- ১৪৭টি
ম্যাথমেটিকস- ১৬৭টি
সায়েন্স- ১০১টি
সোশ্যাল সায়েন্স- ১২৪টি
টিজিটি (তৃতীয় ভাষা)- ৩৪৩টি
সঙ্গীত শিক্ষক- ৩৩টি
আর্ট শিক্ষক- ৪৩টি
পিইটি পুরুষ- ২১টি
পিইটি মহিলা- ২১টি
লাইব্রেরিয়ান- ৫৩টি
বয়সসীমা
প্রিন্সিপাল- সর্বোচ্চ ৫০ বছর
পিজিটি- সর্বোচ্চ ৪০ বছর
টিজিটি- সর্বোচ্চ ৩৫ বছর
সঙ্গীত শিক্ষক- সর্বোচ্চ ৩৫ বছর
আর্ট শিক্ষক- সর্বোচ্চ ৩৫ বছর
পিইটি- সর্বোচ্চ ৩৫ বছর
লাইব্রেরিয়ান- সর্বোচ্চ ৩৫ বছর
NVS প্রার্থীদের নির্বাচনের জন্য সারা দেশে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) লিখিত পরীক্ষা নেবে। প্রিন্সিপাল পদের জন্য পরীক্ষা শুধুমাত্র দিল্লি এনসিআর-এ অনুষ্ঠিত হবে। যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের ইন্টারভিউ রাউন্ডের জন্য ডাকা হবে।
আবেদনের যোগ্যতা
প্রিন্সিপাল- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েশন এবং বি.এড ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও ১৫ বছরের প্রিন্সিপাল বা শিক্ষক পদে কাজ করার অভিজ্ঞতা।
পিজিটি- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের পিজি ইন্টিগ্রেটেড কোর্স বা পোস্ট গ্র্যাজুয়েশন এবং বি.এড ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
টিজিটি- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের পিজি ইন্টিগ্রেটেড কোর্স বা সমস্ত সংশ্লিষ্ট বিষয়ে ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েশন অনার্স এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও 5৫০% নম্বর সহ স্নাতক ডিগ্রধারীরাও আবেদন করতে পারবেন, এক্ষেত্রে তাঁদের ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সঙ্গীত শিক্ষক- যে স্বীকৃত মিউজিক ইনস্টিটিউটে ৫ বছরের কোর্স বা মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
আর্ট শিক্ষক- ড্রইং/পেইন্টিং/স্কাল্পচার/গ্রাফিক আর্টস/ক্রাফটস ইত্যাদির যে কোনও একটি দ্বাদশ শ্রেণিতে থাকতে হবে এবং এগুলিতে ৪ বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
অথবা আর্ট শিক্ষকদের ড্রইং/পেইন্টিং/স্কাল্পচার/গ্রাফিক আর্টস/ক্রাফটস ইত্যাদির যে কোনও একটি দশম শ্রেণিতে থাকতে হবে এবং এগুলিতে ৫ বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
পিইটি- বিপিইডি
লাইব্রেরিয়ান- লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি/গ্র্যাজুয়েশন, ১ বছরের ডিপ্লোমা সহ
বিস্তারিত জানতে ক্লিক করুন: Click Here
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊