Teachers’ Sensitization cum Orientation & Training Program on Inclusive Education for the Children with Special Needs (CwSN)

Children with Special Needs



নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:


পশ্চিম বঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে ১৪ জুলাই থেকে ২২ শে জুলাই পর্যন্ত তিনটি ধাপে পশ্চিম বঙ্গের প্রাথমিক শিক্ষকদের Teachers’ Sensitization cum Orientation & Training Programme on Inclusive Education for the Children with Special Needs (CwSN) এর জন্য অনলাইনে আজ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আজ আলিপুর, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হুগলি জেলার অনলাইন ট্রেনিং ছিল সকাল ১১ টা থেকে। কিন্তু বেশিরভাগ ভাগ শিক্ষকের অভিযোগ সার্ভার খারাপ হওয়ার কারনে কোনো শিক্ষক শিক্ষিকা ট্রেনিং এ যোগ দিতে পারেননি।


সকাল ১১ টা থেকে অনবরত চেষ্টার পরেও অনলাইন Orientation & Training Programme এ যোগ দিতে না পেরে স্যোসাল মিডিয়ায় অনেককেই এই বিষয়ে ট্রোল করতেও দেখা গিয়েছে।



অনেকের মতামত সারাদিন ধৈর্য্যের পরীক্ষা দিতে হলো অথচ কোনো লাভ হলো না। তবে পরবর্তীতে বেশ কিছু ইউটিউব ভিডিও স্যোশাল নেটওয়ার্কে মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা পেয়েছেন, যা তাদের সহায়ক বলে দাবি করেছেন।


প্রসঙ্গত গত ২৭ জুন থেকে ৩০ জুন শিক্ষক শিক্ষিকারা এই অনলাইন ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন।