Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহিলা স্বাস্থ্য সহায়িকা এবং মহিলা স্বাস্থ্য তত্ত্ববধায়িকাদের যৌথ ফোরামের বিক্ষোভ কর্মসূচী কোচবিহারে

বাড়তি কাজ থেকে অব্যাহতি চেয়ে বিক্ষোভ কর্মসূচি


Health Asst. Female Worker



 
বাড়তি কাজ থেকে অব্যাহতি চেয়ে বিক্ষোভ কর্মসূচি করলাে কোচবিহারের স্বাস্থ্য সহায়ক মহিলা কর্মীরা (Health Asst. Female) এবং মহিলা স্বাস্থ্য তত্ত্ববধায়িকারা ( Health Supervisor Female)।


তাদের অভিযােগ, Health Asst. Female Worker রা সরকারি নিয়ম অনুযায়ী যেসব কাজ তাদের রয়েছে তার বাইরেও একাধিক কাজ করে আসছেন। বাচ্চার জন্মগ্রহণ করার আগের পরিস্থিতিতে মায়েদের সমস্ত রকম সেবা করা থেকে শুরু করে কোভিড পরিস্থিতিতেও একাধিকবার সমস্ত টিকা দেওয়া থেকে যে কোন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত কাজ থেকে অফিশিয়াল কাগজপত্রের অনেক কাজও।


কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের (Health Asst. Female Worker) বলা হয়েছে দৈনন্দিন যত রােগী আসবে তাদেরও ডাটা তৈরি করে প্রতিদিনেরটা প্রতিদিনই আপলােড করতে হবে । আর তাই প্রতিবাদে নেমেছে
All West Bengal Health Assistant (Female) এবং Health Supervisor (Female) Worker's Association এর যৌথ ফোরাম।




যৌথ ফোরাম এই কাজ করতে অরাজি হতেই তাদের ওপর নানা রকম চাপ প্রয়ােগ করে সেই কাজ করিয়ে নেবার চেষ্টা হচ্ছে বলে অভিযােগ।


কোচবিহার জেলার একাধিক সাব ডিভিশনের একাধিক কর্মী একই অভিযােগ এনেছেন। আজ তারা তাদের সংগঠনের পক্ষ থেকে কোচবিহার CMOH অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন । তাঁদের দাবি, কোনমতেই তারা বাড়তি কাজ আর করবেন । যদি তাদের জোর করে সেই কাজ করানাে হয় তাহলে তারা পরবর্তীতে আরাে বড় আন্দোলন করবেন এমনকি কর্ম বিরতির পথেও যেতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code