Breaking News: আগামীকাল কলকাতায় আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান! : Report
![]() |
Union Education Minister Dharmendra Pradhan |
একদিকে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) উত্তাল রাজ্য। একের পর এক নাম জড়িয়েছে হেভিওয়েট নেতা- মন্ত্রীদের। আদালতে একাধিক মামলায় ঝুলে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। আদালতের হস্তক্ষেপে নিয়োগে রয়েছে স্থগিতাদেশ। এই পরিস্থিতিতে শনিবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Union Education Minister) ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) এমনটাই সূত্রের খবর।
সূত্রের খবর, আগামীকাল রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর(Dharmendra Pradhan)। পাশাপাশি, ধর্নায় থাকা চাকরি প্রার্থীদের সাথে কথা বলতে পারেন বলেও সূত্রের খবর। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিষয়ে জানার চেষ্টা করবেন বলে খবর। দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে ধর্নায় থাকা প্রার্থীদের বঞ্চনার কথা শুনবেন তিনি(Dharmendra Pradhan)।
এদিকে আজ শিক্ষক দুর্নীতি মামলায় অভিযান চালিয়েছে ইডি। একসাথে মোট ১৩টি জায়গায় একদিনে হানা দেয় ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বর্তমান শিক্ষামন্ত্রী পরেশ অধিকারী, কমিশনের প্রাক্তন চেয়ারম্যানের বাড়িসহ একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। অবশেষে জানা যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠ-র বাড়িতে ২০ কোটি টাকা সহ বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার হয়। এই পরিস্থিতিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এমনটাই সূত্রের খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊