Breaking News: মন্ত্রী পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে ২০কোটি টাকা উদ্ধার করলো ED

Partha Chaterjee



মন্ত্রী পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে ২০কোটি টাকা উদ্ধার করলো ED। শুক্রবার একসাথে ১৩টি জায়গায় হানা দেয় ইডি। মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। করেন জেরা। এরপর এখন খবর মন্ত্রী পার্থর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা। 



ইডি সূত্রে খবর, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত অর্পিতা মুখোপাধ‍্যায়ের বাড়ি থেকে নগদ ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। মন্ত্রীর পরিচিতের ডায়মন্ড সিটির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে থেকেই এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। অনেক সম্পত্তিরও হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর।

money



টাকা ছাড়াও বিপুল সোনা, বৈদেশিক মুদ্রা এবং অনেক মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। ব্যাংকের কর্মীদের দিয়ে টাকা গোনানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। 



টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের আবাসনে তল্লাশি চালানো হয়েছিল। সেখান নগদ কুড়ি কোটি টাকাসহ ২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে ইডি। এমনটাই দাবি‌। যদিও খবরের সত‍্যতা প্রমান করেনি সংবাদ একলব‍্য। ইডির সোশ‍্যাল হ‍্যান্ডেলে জানানো হয় এই খবর। 



লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ এর সঙ্গে প্রচুর পরিমাণে নগদ টাকার ছবি পোস্ট করা হয়েছে ইডির টুইটার হ্যান্ডেল থেকে।