GST Hike : একাধিক প্রয়োজনীয় পণ্যে বৃদ্ধি পাচ্ছে GST, দেখে নিন তালিকা

GST Hike : একাধিক প্রয়োজনীয় পণ্যে বৃদ্ধি পাচ্ছে GST, দেখে নিন তালিকা

girl on grocery shop



গতমাসের শেষে বসেছিল GST কাউন্সিলের 47 তম বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও। সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ বৈঠকে GST নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে এমন কিছু একাধিক প্রয়োজনীয় পণ্যের উপর GST চাপানো হয়েছে, যা আগে ছিল GST-এর আওতা মুক্ত। একদিকে মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের চাপ বেড়েছে, তার উপর এই GST বৃদ্ধির ফলে মাথায় হাত পড়তে চলেছে জনতা জনার্দনের।




১৮ জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নতুন GST , রেভিনিউ বিভাগের সেক্রেটারি তরুণ বাজাজ GST কাউন্সিলের বৈঠকের পরে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, GST কাউন্সিলের সংশোধিত সিদ্ধান্তগুলি এই বছরের 18 জুলাই থেকেই কার্যকর করা হবে।


কোন কোন পণ্যের উপর বসতে চলেছে GST , আসুন দেখে নেই তালিকা-


প্যাকেটজাত যে কোনও খাবারের উপরেই বসছে GST


কোম্পানির লেবেল-সহ বিক্রি হলেই প্যাকেটজাত খাবারে GST দিতে হবে।


প্যাকেটজাত দুধ, লস্যি, মাখনে বসবে 5 শতাংশ GST। যা আগে GST-এর আওতা থেকে বাইরে ছিল।


18 শতাংশ GST বসছে ব্যাঙ্কের ইস্যু করা চেকের উপর।


অ্যাটলেস সহ মানচিত্র এবং চার্টগুলিতে 18 শতাংশ GST বসতে চলেছে।


হোটেল খরচ বাড়তে চলেছে। 1000 টাকার নীচের রুমে ক্ষেত্রে 12 শতাংশ GST বসতে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ