শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর সঙ্গে স্কুল পার্টটাইম শিক্ষক সংগঠনের বৈঠক


স্কুল পার্টটাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মী



শুক্রবার "পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন পশ্চিমবঙ্গ" শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর সঙ্গে সরাসরি বৈঠক হয়।


এদিনের বৈঠকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে সরকারি বিদ্যালয়গুলিতে কর্মরত স্কুল পার্ট টাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের (school part time teachers) 60 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।


সংগঠনের রাজ্য সহ-সম্পাদক প্রলয় কুমার গুড়িয়া জানিয়েছেন- শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকার এই বিষয়টি (school part time teachers) নিয়ে অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন এবং মাননীয় মন্ত্রী কথা দিয়েছেন আমাদের ফাইলটি অর্থ দপ্তরে মঞ্জুরের জন্য পাঠাবেন এবং স্থায়ীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আরও বিস্তারিত জানতে ভিডিও দেখুন-