National Film Awards: সেরা অভিনেতা অজয় দেবগণ, সেরা সহ অভিনেত্রী লক্ষ্মীপ্রিয়া, দেখুন আর কে পেল কোন পুরস্কার
করোনা সংক্রমণের জের দুবছর পর আয়োজিত হল ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরষ্কার' (68th National Film Awards)। দেশের সেরা নির্বাচিত চলচ্চিত্র এবং সংশ্লিষ্ট শিল্পীদের এই মঞ্চে পুরস্কৃত করা হয়। যা প্রেস ইনফরমেশন ব্যুরোর ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।
সেরা অভিনেতা অজয় দেবগণ (Ajay Debgan)।. 'তানাজি দ্য আনসাঙ ওয়ারিয়র' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অজয় দেবগণ।যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন আরও এক অভিনেতা সুরিয়া (Suriya)। 'সুরারাই পোটোরু' ছবির জন্য় তিনি এই সম্মান পেলেন।
সেরা সহ অভিনেতা বিজু মেনন AK Ayyappanum Koshiyum ছবির জন্য সেরা সহ অভিনেতার সম্মান পেলেন মালয়ালি অভিনেতা বিজু মেনন।
সেরা বাংলা ছবির শিরোপা জিতে নিল 'অভিযাত্রিক'। অভিযাত্রিকের জন্য সেরা সিনেম্যাটোগ্রাফারের সম্মান পেলেন সুপ্রতিম ভোল।
তামিল ছবি Sivaranjaniyum Innum Sila Pengallum-এর জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন লক্ষ্মীপ্রিয়া চারুমৌলি। (Lakshmi Priya Chandramouli)
সেরা অভিনেত্রী হলেন অপর্ণা বালামুরি।
৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (68th National Film Awards) -এর মঞ্চ থেকে অনন্য সম্মান জিতে নিল মধ্যপ্রদেশ। সবচেয়ে সিনেমা বান্ধব রাজ্য ('Most Film Friendly State')-এর খেতাব জিতে নিল মধ্যপ্রদেশ।
Ayyappanum Koshiyum ছবির জন্য সেরা পরিচালকের শিরোপা পেলেন সচিদানন্দন কেআর (Sachidanandan KR)
যুগ্মভাবে সেরা পুরুষ প্লেব্য়াক সঙ্গীতশিল্পীর সম্মান পেলেন রাহুল দেশপাণ্ডে (Rahul Deshpande) ও অনিশ মঙ্গেশ গোসাভি (Anish Mangesh Gosavi)। সেরা মহিলা প্লেব্যাক সঙ্গীতশিল্পীর খেতাব এককভাবে জিতে নিয়েছেন নানচাম্মা (Nanchamma)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊