Primary TET 2014 : নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের আজ বিকাল ৪ টার মধ্যে তথ্য জমা করার নির্দেশ

students in school



রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা উচ্চ আদালতে। ইতিমধ্যে ২৬৯ জন প্রাথমিক শিক্ষককে (269 Primary Teachers List )বরখাস্ত করা হয়েছে। আর এরপরেই শুরু হয়েছে CBI এর তদন্ত । একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে CBI । অপরদিকে বরখাস্ত হওয়া শিক্ষকদের মধ্যে থেকে প্রায় ৬০ জনকে তলব করেছে এনফোরসমেন্ট ডাইরেক্টরেট।


এদিকে ২০১৪ সালে যে সমস্ত পরীক্ষার্থীরা টেট পরীক্ষা উত্তীর্ণ (2014 tet pass) হয়ে উত্তর ২৪ পরগনা জেলায় প্রাথমিক শিক্ষক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন, এবার তাদের তথ্য তলব করল উত্তর ২৪ পরগনা প্রাথমিক স্কুল কাউন্সিল। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে যে ১২ ই জুলাই জেলার সমস্ত স্কুল ইন্সপেক্টর কে এ বিষয়ে চিঠি দিয়ে দেওয়া হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু করে ২০১৮ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত প্রাথমিকের 2014 উত্তীর্ণ এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের (primary teachers) তথ্য ১২ জুলাই বিকাল ৪ টার মধ্যে জমা করতে হবে।


সিবিআই এর একটি মামলার পরিপ্রেক্ষিতে এই তথ্য চাওয়া হচ্ছে বলেই অভিজ্ঞমহলের ধারণা।