লঞ্চ হল DOOGEE S89 Pro
DOOGEE S89 Pro লঞ্চ হওয়া এই ফোনে রয়েছে 12,000 mAhব্যাটারি। এই স্মার্টফোন এক চার্জে একাধিক দিন ব্যবহার করা যাবে। বিশাল এই ব্যাটারি চার্জ করার জন্য এই ফোনে 65 W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
এই ফোন 8 GB RAM ও 256 GB স্টোরেজে বিক্রি হবে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 64 MP প্রাইমারি সেন্সর। DOOGEE S89 Pro-তে 6.3 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে থাকছে। এই ফোনে শক্তি যোগাবে একটি Mediatek Helio P90 চিপসেট। সঙ্গে রয়েছে 8 GB RAM + 256 GB স্টোরেজ।
12,000 mAh ব্যাটারি থাকছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করতে 65 W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। একই সঙ্গে 15 W ওয়্যারলেস সাপোর্ট দিয়েছে সংস্থাটি। DOOGEE S89 Pro -র দাম 239.99 মার্কিন ডলার। সোমবার থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে। এই ফোন 29 জুলাই পর্যন্ত কেনা যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊