Latest News

6/recent/ticker-posts

Ad Code

Today News : ১৭ ঘন্টা পর উদ্ধার উদ্ধার হলো নৌকাচালকের মৃতদেহ

Today News : ১৭ ঘন্টা পর উদ্ধার উদ্ধার হলো নৌকাচালকের মৃতদেহ

some people behind the river




রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-

শনিবার মাইথনের জলাধারে নিজের নৌকাকে বাঁচাতে গিয়ে জলের মধ্যে তলিয়ে যায় নৌকাচালক বাথনবাড়ি গ্রামের বাসিন্দা সুলেমান আনসারি(৬০)। স্থানীয় নৌকা চালকদের প্রচেষ্টায় ১৭ঘন্টা পর উদ্ধার উদ্ধার হলো তার মৃতদেহ।

শনিবার থেকেই উদ্ধার কাজ শুরু করে নৌকা চালকরা। রবিবার সকালে মাইথনের ফায়রিং রেঞ্জের নিটক জলাধারের মধ্যে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। কিন্তু প্রায় ১৭ঘন্টা পরে স্থানীয় নৌকা চালকরায় নৌকার দ্বারা জলের মধ্যে কাটা ফেলে তারা মৃতদেহ উদ্ধার করে।

মৃতদেহটি উদ্ধার করে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় বলে খবর। সুলেমান বাবুর দেহটি দেখে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code