কোচবিহারের তল্লিগুড়িতে দূর্ঘটনার কবলে NBSTC এর বাস

truck and bus



মঙ্গলবার তুফানগঞ্জ -কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস তল্লিগুড়িতে দুর্ঘটনার কবলে পড়ে।


দুর্ঘটনায় মোট তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।


পার্থ প্রতিম রায় জানিয়েছেন- "একজন মাথায় সামান্য চোট পেয়েছে। আহত তিনজনেরই চিকিৎসা চলছে।"


ঘটনাস্থলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগিমের অধিকারিক, পুলিশ ও স্থানীয় মানুষ এবং তল্লিগুড়ি ক্যাম্পের বি.এস.এফ জওয়ানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।