Latest News

6/recent/ticker-posts

Ad Code

BSF-BGB এর পতাকা বৈঠকের মধ‍্য দিয়ে নাবালক-নাবালিকার মরদেহ হস্তান্তর

BSF-BGB এর পতাকা বৈঠকের মধ‍্য দিয়ে নাবালক-নাবালিকার মরদেহ হস্তান্তর



BSF BGB



সেউটি সীমান্তে BSF ও বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে নদীতে ভেসে ওঠা নাবালক নাবালিকার মরদেহ তুলে দেওয়া হল। প্রসঙ্গত গত শনিবার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের ইন্দো বাংলা সীমান্তের নিলকমল নদীতে সকাল বেলা ভেসে ওঠে দুটি মৃতদেহ। উক্ত দিনে মৃতদেহ দুটি উদ্ধারের পর বিএসএফ ও বিজিবির মধ্যে আলোচনাও হয় কিন্তু বিজিবি উদ্ধার মরদেহ দুটির পরিচয় পত্র দেখাতে না পারায় মরদেহ দুটি নিয়ে বিএসএফ উদ্ধার করে। 



এরপর BSF ১৯২ নম্বর ব্যাটালিয়ন ও সাহেবগঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে নাবালক নাবালিকার মরদেহ দুটিকে উদ্ধার করে কোচবিহারে ময়নাতদন্তে পাঠানো হয়। রবিবার ওই নাবালক নাবালিকার পরিবারের তরফে বর্ডার গার্ড বাংলাদেশ কমান্ডার এর কাছে মানবিক ভাবে আবেদন জানায় যে মরদেহ দুটি তাদের ছেলে ও মেয়ের। সেই মোতাবেক আবারও বিজিবি বিএসএফ ১৯২ নম্বর ব্যাটালিয়নের কমান্ডার এর সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানান মরদেহ দুটিকে বিজিবির কাছে হস্তান্তর করার। 




অবশেষে মঙ্গলবার সন্ধায় বিএসএফ ,সাহেবগঞ্জ থানার ওসির উপস্থিতিতে সেউটি সীমান্তে ভারতের ভূখণ্ডে BSF ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের পর মরদেহ দুটিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ মঙ্গলবার রাতেই মরদেহ দুটিকে ধর্মীয় রীতি অনুযায়ী কবর দেওয়া হবে।



প্রসঙ্গত, সীমান্তে উদ্ধার দুই অজ্ঞাত পরিচয় মৃতদেহ, ঘটনার খবর ছড়িয়ে পড়তে গত রবিবার সকাল থেকে শোরগোল ছড়িয়ে পড়ে দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তের শুকারুর কুটি গ্রামে। জানা গেছে ওই এলাকার সীমান্তবর্তী নীলকমল নদীতে এদিন সকালে স্থানীয় মানুষজন দুটি অজ্ঞাত পরিচয়হীন মৃতদেহ দেখতে পায় ‌। এরপর খবর পেয়ে সেখানে ছুটে আসে 192 ব্যাটেলিয়ান বিএসএফের জওয়ানরা খবর দেওয়া হয় নয়ারহাট ফারির পুলিশকে। 



বিএসএফ এবং পুলিশের যৌথ উপস্থিতিতে সীমান্ত এলাকা থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে কাঁটাতার পার করে নিয়ে আসা হয় এরপর প্রথমে নয়ার হাট ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় তারপর ময়নাতদন্তের জন্য কোচবিহারে পাঠানো হয়েছে বলে জানা যায়।


ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Tags: #BSF, #BGB, #INDIABANGLADESH, #INDIA, #BANGLADESH

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code