Bengali Calendar, বাংলা ক্যালেন্ডার ১৪২৯,বাংলা ক্যালেন্ডার : দুর্গা পুজো-লক্ষ্মী পুজো-কালীপুজো-ভাইফোঁটা তারিখ
দুর্গাপুজো হতে আর বেশি দেরি নেই। বাংলা ক্যালেন্ডারে ২০২২ সালের দুর্গাপুজো শুরু অক্টোবরের একেবারে প্রথম দিনেই। মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার।
মহাপঞ্চমী ২০২২ সালের শুক্রবার ৩০ সেপ্টেম্বর । সেদিন থেকেই বাঙালির পুজো শুরু। মহাষষ্ঠী পড়েছে ১ অক্টোবর, শনিবার। এই দিনেই হবে মায়ের বোধন, আমন্ত্রণ এবং চক্ষুদান।
২০২২ সালে সপ্তমীর ভোর হবে ২ অক্টোবর। একই দিনে গান্ধিজয়ন্তী। অর্থাৎ যাঁরা ষষ্ঠী-সপ্তমীতে অফিস ছুটি নেই বলে দুঃখে কাতর হন, তাঁদের ওইদিন ছুটি।
তবে একইদিন গান্ধিজয়ন্তী থাকায় সেই ছুটিটা নষ্ট হবে সরকারী এবং বেসরকারি কর্মীদের। অষ্টমী পড়েছে সোমবার ৩ অক্টোবর। সপ্তাহের শুরু হবে পুজোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিনে।
মহানবমী ৪ অক্টোবর। নবমী নিশি পোহাতেই বেজে উঠবে বিষাদের সুর। বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর, সেদিন বুধবার। অর্থাৎ মায়ের গমন বুধবারে। সেদিনই দেশ দুড়ে ২০২২ সালে পালিত হবে দশেরা।
লক্ষ্মীপুজো পড়েছে ৯ অক্টোবর, রবিবার। বেসরকারি চাকুরিজীবীরা সাধারণত লক্ষ্মীপুজোয় ছুটি পান না। তাঁদের জন্য তাই আগামী বছর সুখবর। কারণ তাঁরাও বাড়িতে পুজোর আয়োজন করতে পারবেন বিনা বাধায়। কালীপুজো পড়েছে ২৪ অক্টোবর, সোমবার। ভাইফোঁটা হবে ২৬ অক্টোবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊