মানুষের জন‍্য কাজ করতে হবে, একুশের মঞ্চে দাড়িয়ে কড়া বার্তা অভিষেকের

Abhishek Banerjee




একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে দাড়িয়ে অভিষেক বন্দোপাধ‍্যায় নতুন করে শপথ নেওয়ার ডাক দিলেন। কলকাতার বুকে এদিনের এই শহীদ সমাবেশ থেকে দিলেন হুশিয়ারীও। পাশাপাশি পঞ্চায়েত ভোটে কাউকে ধরে টিকিট মিলবে না মানুষের জন‍্য কাজ করলেই মিলবে টিকিট এমনটাই বার্তা দিলেন অভিষেক।



এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "একুশে নতুন করে শপথ নিতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। নিজের করে খাওয়ার জায়গা নয় তৃণমূল। তৃণমূল করতে গেলে দলীয় অনুশাসন মমতার চিন্তাধারা নেতৃত্বের আন্দোলন সংগ্রামকে মনে রেখে কাজ করতে হবে। হয় ঠিকাদারি করবেন না হলে তৃণমূল করবেন।''




পাশাপাশি দলীয় কর্মীর উদ্দেশে তাঁর বার্তা, "নিঃস্বার্থভাবে- নির্লোভে কাজ করতে হবে। আজকের তৃণমূল অন্য তৃণমূল। মিরজাফররা, গদ্দার, বেইমানরা আজ নেই। বিশুদ্ধ তৃণমূল। যারা ভেবেছিল চার আনার নকুলদানা নিয়ে গিয়ে তৃণমূলকে শেষ করবে, দলভাঙানির খেলা করেও, ভাঙা পায়ে লড়াই করে ২১৪ আসনে জিতেছে মমতা বন্দোপাধ‍্যায়। তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছে।''




অভিষেক আরও বলেন, ''যোগ্য প্রার্থীকে যোগ্য সুযোগ দিয়ে তৃণমূল পথে নামবে। যদি কেউ ভাবে মুখ দেখিয়ে আসব পাব, দাদার জলের বোতল বয়ে আসন পাব, মানুষের সার্টিফিকেট পেলে আসন পাবেন, নাহলে যতবড় নেতার ছত্রছায়ায় থাকুন, দল আসন দেবে না। আবার বলছি, হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন। নির্লোভে দল করতে হবে, যাতে মানুষ পরিষেবা পায়। এই তৃণমূলে গদ্দাররা নেই, ধান্দাবাজরা নেই, দু’নম্বরিরা নেই। এই তৃণমূল বিশুদ্ধ লোহার মতো। যত পোড়াবে, তত শক্তিশালী হবে।''