WBPSC CLERKSHIP RESULT: প্রকাশিত হল PSC- এর ক্লার্কশিপের ফল


WBPSC Exam

West Bengal Public Service Commission- এর Clerkship 2019 র ফল প্রকাশ হল আজ। WBPSC-র LDA/LDC OR POSTS SIMILAR TO THAT OF LDA/LDC IN DIFFERENT SECRETARIAT & DIRECTORATE পদে নিয়োগের ফল প্রকাশিত হয়েছে। 



পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্টের পুরো তালিকা প্রকাশ করেছে। 



২০১৯ সালে এই পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশিত হয়। ২০২০ সালে এই প্রক্রিয়ার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। তার পর মেইনস পরীক্ষা হয়। সেই পরীক্ষার পর ছিল কম্পিউটার টেস্ট। সেখানে মোট ৯ হাজার ৩০০ প্রার্থীকে ডাকা হয়। 


প্রাথমিক পর্যায়ে বিভিন্ন দফতরের সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট বিভাগে নিয়োগের চাকরি দিল পিএসসি। প্রায় ২ হাজারের বেশি প্রার্থীর চাকরির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হল। এর মধ্য়ে সেক্রেটারিয়েটে পেলেন ৭৪৭ জন আর ডাইরেক্টরেটে পেলেন ১৫৫৮ জন। সব মিলিয়ে মোট ২৩০৪ জন চাকরি পেলেন।



দেখুন ফল: www.wbpsc.gov.in -এ। 

সরাসরি ফল জানতে ক্লিক করুন: CLICK HERE