TET 2014 পাস শিক্ষকদের জন্য ১০ প্রশ্ন! CBI-র নির্দেশে কাজ শুরু করলো পর্ষদ
2014 সালের ( TET 2014) প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) পরীক্ষার নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। আর তারপরে আজ অপসারণ করা হল পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। এদিকে তদন্ত নেমে সিবিআই 2014 সালের টেট পাশ করা শিক্ষকদের একাধিক নথি চেয়েছে। আর সেই মতো ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে 2014 সালের চাকরি প্রার্থীদের নথি চেয়ে পাঠিয়েছে পর্ষদ।
টেট ২০১৪ নিয়োগে 2017 থেকে 2019 এর সেপ্টেম্বর পর্যন্ত যারা চাকরি পেয়েছে তদন্তের জন্য তাঁদের নথি লাগবে বলে জানা গেছে। জেলার সমস্ত DPSC-কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
বিজ্ঞপ্তিতে যেসব তথ্য চাওয়া হয়েছে:
১. নিয়োগপত্রের প্রতিলিপি
২. চাকরিতে যোগদানের রিপোর্ট
৩. ২০১৪ সালে টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড
৪. টেটে যোগ্যতা অর্জনের তথ্য
৫. সর্বস্তরের পরীক্ষার অ্যাডমিট কার্ড রেজাল্ট ও সার্টিফিকেট
৬. প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশিক্ষণের শংসাপত্র
৭. জাতিগত শংসাপত্র (যদি থাকে)
৮. পার্শ্বশিক্ষক নিয়োগ সংক্রান্ত ‘প্যারাটিচার এগেজমেন্ট লেটার’
৯. কোনও কাজের অভিজ্ঞতা থাকে তার সংশাপত্র (যদি থাকে)
১০. ২০১৪ সালের টেট সংক্রান্ত যদি কোনও তথ্য থেকে থাকলে
বাহ খুব সুন্দর ব্যবস্থা
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনBhalo podokkhep
উত্তরমুছুন