Latest News

6/recent/ticker-posts

Ad Code

Swara Bhasker : বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে প্রাণনাশের হুমকি

Swara Bhasker : বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে প্রাণনাশের হুমকি 

Swara




কয়েকদিন আগেই প্রাণনাশের হুমকি পান সলমান খান। আর সলমান খানের পর এবার প্রাণনাশের হুমকি অভিনেত্রী স্বরা ভাস্করকে। বীর সাভারকার সম্পর্কে 'অসম্মানজনক' মন্তব্য করায় নাকি এই প্রাণনাশের হুমকি দিয়ে স্বরার মুম্বইয়ের ভারসোভার বাড়িতে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।




পুলিস সূত্রে খবর, অভিনেত্রী স্বরা ভাস্করকে চিঠিতে হিন্দিতে লেখা হয়েছে, বীর সাভারকার সম্পর্কে 'অসম্মানজনক' মন্তব্য করার অপরাধে প্রাণ যাবে স্বরার। শুধু তাই নয়, চিঠিতে অভিনেত্রীর উদ্দেশ্যে বেশকিছু অশ্লীল শব্দও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।




সোশ‍্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে বেশ সক্রিয় স্বরা। এর আগে একাধিকবার কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে এবার কটাক্ষ নয় সরাসরি প্রাণনাশের হুমকি। আর স্বরাই শুধু নয় এর আগে সলমান খান ও তার বাবা সেলিম খানকেও প্রাণনাশের হুমকি চিঠি দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code