Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sarada Scam: ফের বিস্ফোরক সারদা কর্তা সুদীপ্ত সেন, শুভেন্দু-তার ভাই ও মুকুল-অধীরের নামও রয়েছে চিঠিতে দাবি সুদীপ্তর

Sarada Scam: ফের বিস্ফোরক সারদা কর্তা সুদীপ্ত সেন, শুভেন্দু-তার ভাই ও মুকুল-অধীরের নামও রয়েছে চিঠিতে দাবি সুদীপ্তর 


Sarada Scam



আজ ফের বিস্ফোরক সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen)। এর আগে শুধু শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)-র নাম বলেছিলেন তিনি। এবার, শুধু শুভেন্দু নয় শুভেন্দুর ভাইরাও সব জানে বলেই দাবি তাঁর। তার পাশাপাশি আরও দুই হেভিওয়েটের নাম উল্লেখ করেছেন আজ।



সারদা কর্তার অভিযোগ, কাঁথি পুরসভা এলাকায় শ্রমিক হাটের জন্য শুভেন্দুকে ৯০ লক্ষ টাকা দিয়েছিলাম। ৫০ লক্ষ টাকাও একবার দিয়েছিলাম। শুভেন্দু নানাভাবে টাকা নিয়েছেন। ওঁর ভাইরাও সব জানেন। দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের। সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি পুরনো মামলায় এদিন ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন সুদীপ্ত।


শুভেন্দু অধিকারীর পর, এবার মুকুল রায়, অধীর চৌধুরীর নামও চিঠিতে লিখেছেন বলে দাবি করলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন। সুদীপ্তের দাবি, সিবিআই- ইডি এবং আদালতকে বিশদ জানিয়েছেন। বহু টাকা শুভেন্দু নিয়েছে এমনকি নিয়েছে শুভেন্দুর ভাই সৌমেন্দুও। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code