Today News : একশো দিনের বকেয়া অর্থ ও বাংলার কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল





রামকৃষ্ণ চ্যাটার্জী: বারাবনি:-

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একশো দিনের বকেয়া অর্থ ও বাংলার কেন্দ্র সরকারের (central government)  বঞ্চনার বিরুদ্ধে এবং দিনের পর দিন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জেরে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল।



রবিবার দিন বিকেলে বারাবনি ব্লকের পানুড়িয়া আমবাগান থেকে শুরু করে হাটতলা পর্যন্ত পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করা হয়। বারাবনি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহের নেতৃত্বে।



এই প্রতিবাদ মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় ছিলো দেখার মত। এদিনের মিছিলে ব্লক সভাপতি অসিত সিংহ বলেন যেভাবে দিনের পর দিন কেন্দ্র সরকার (central government)  মানুষ মারার রাজনীতি করছে তারা কোনো ভাষা নেই,এত মূল্য বৃদ্ধি হলে গরীব মানুষ খাবে কি। তাছাড়া যেভাবে বাংলাকে কেন্দ্রীয় সরকার সব দিক থেকে বঞ্চিত করে চলেছে এবং রাজ্য সরকারকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না তা সাধারণ মানুষ দেখছে এর জবাব মানুষ দেবে ভোটের বাক্সে। তাই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদ মিছিল করা হলো।


এইদিনের মিছিলে উপস্থিত ছিলেন জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউথ,আশীষ মণ্ডল সহ আরো অনেকে।