Job Update: কেন্দ্রীয় সরকারের একাধিক শূন্যপদে নিয়োগের আবেদনের আজকেই শেষ দিন
স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) ম্যাট্রিক / ইন্টার এবং স্নাতক স্তরের Selection Post X শূন্যপদ 2022-এ নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। যেকোন যোগ্য এবং আগ্রহী প্রার্থী SSC Matric / Inter & Graduate Level Selection Post X নিয়োগের জন্য আবেদন করতে পারেন। আজ সেই আবেদন গ্রহনের শেষ তারিখ। আজ রাত ১১টার মধ্যে করতে হবে আবেদন।
নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, মোট পদ, নির্বাচন পদ্ধতি, বেতন স্কেল, পাঠ্যক্রম এবং অন্যান্য সমস্ত তথ্যের জন্য বিজ্ঞপ্তি পড়ুন।
বয়স সীমা 01/01/2022 অনুযায়ী
ন্যূনতম বয়স: 18 বছর।
সর্বোচ্চ বয়স: 30 বছর। (পোস্ট ওয়াইজ)
শূন্যপদ: 2065 পদ
যোগ্যতা
ম্যাট্রিক: ভারতের যেকোনো স্বীকৃত বোর্ডে দশম শ্রেণির উচ্চ বিদ্যালয় পরীক্ষা।
ইন্টারমিডিয়েট: ভারতের যেকোনো স্বীকৃত বোর্ডে 10+2 ইন্টারমিডিয়েট পরীক্ষা।
স্নাতক: ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যেকোনো স্ট্রিমে স্নাতক ডিগ্রি।
বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুনঃ Click Here
Visit Official Website: Click Here
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊