Latest News

6/recent/ticker-posts

Ad Code

IND vs SA: দক্ষিন আফ্রিকার সফরের আগে চোটের কারণে ছিটকে গেল রাহুল, নয়া অধিনায়ক কে?

IND vs SA: দক্ষিন আফ্রিকার সফরের আগে চোটের কারণে ছিটকে গেল রাহুল, নয়া অধিনায়ক কে?


Panth and hardik




দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট শিবিরে। জানা গেছে চোটর কারণে দল থেকে ছিটকে গেলেন কে এল রাহুল। চোট পেয়ে বাদ পড়েছেন স্পিনার কুলদীপ যাদবও। রাহুলের অধিনায়কত্বে দক্ষিন আফ্রিকা সফর ছিল ভারতের। কিন্তু চোটের জন‍্য সিরিজ থেকে ছিটকে যাওয়া অধিনায়কত্বের দায়িত্বভার পেলেন পন্থ। এদিকে প্রোমোশন পেয়ে গেলেন হার্দিক। সহ অধিনায়ক করা হয়েছে তাঁকে।




আগেই বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। এর ফলে দক্ষিণ আফ্রিকা সফরে টপ অর্ডারে রাহুলের উপরেই ভরসা রেখে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় এই মুহূর্তে ওপেনার হিসেবে রয়েছেন ঈশান কিষান ও ঋতুরাজ গায়কোয়াড়। কুলদীপ যাদবও (Kuldeep Yadav) দীর্ঘদিন বাদে এই সিরিজে নিয়মিত খেলার প্রত্যাশায় ছিলেন। তাঁর ছিটকে যাওয়াটাও বড় ধাক্কা।







বৃহস্পতিবার থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে। প্রথম ম্যাচ হবে দিল্লিতে। চোট পেয়ে ছিটকে যাওয়ায় রাহুলের পরিবর্তে অধিনায়ক পন্থ কতটা সফল হন তাই দেখার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code