Latest News

6/recent/ticker-posts

Ad Code

School : বন‍্যা ও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে স্কুলগুলিকে জরুরী বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তরের

বন‍্যা ও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে স্কুলগুলিকে জরুরী বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তরের

School Education




গরমের ছুটি কাটিয়ে খুলেছে স্কুল (School)। এদিকে লাগাতার বৃষ্টির জের একাধিক এলাকায় বন‍্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে স্কুল গুলোকে জরুরী বিজ্ঞপ্তি দিল স্কুল শিক্ষা দপ্তরের (School Education Department)।



স্কুল শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনদিনের মধ‍্যে বন‍্যা প্রবন এলাকাগুলোর স্কুলের তালিকা জমা দিতে হবে। এই মর্মেই ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।



পাশাপাশি স্কুল গুলোর পরিস্থিতি ও স্কুল ঘরের কোনো সমস‍্যা থাকলে তাও রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

Notice



লাগাতার বৃষ্টির জের একাধিক এলাকায় সৃষ্টি হয়েছে বন‍্যা পরিস্থিতি। উত্তরবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন। বন‍্যা পরিস্থিতি অবস্থা। এলাকাগুলো থেকে খবর বাড়ছে জল। ফলে বন‍্যার আশঙ্কায় দিন কাটাচ্ছে বন‍্যা প্রবন এলাকার লোকজন।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code