SSC দুর্নীতিতে বিদ্ধ পরেশ এবার পেলেন রোগী কল্যাণ সমিতির দায়িত্ব
কোচবিহার জেলার হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary)। অতি সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মল মাজি অপসারিত হন এরপর নতুন চেয়ারম্যান হন বিধায়ক ডা. সুদীপ্ত রায়। এবার চিকিৎসক নির্মল মাজিকে আমতা গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যের ২১৮ টি হাসপাতালের রোগীকল্যান সমিতির চেয়ারম্যানের নাম ঘোষনা করা হয়।
স্বাস্থ্য দপ্তরের ঘোষিত সেই তালিকায় কোচবিহারের হলদিবাড়ী গ্রামীন হাসপাতালের চেয়ারম্যান হিসেবে পরেশ অধিকারীর নাম রয়েছে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলায় নাম জড়িয়েছে তাঁর। এমনকি সিবিআই জেরার মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর শিক্ষকতার চাকরি বেআইনি বলে হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে তাঁর। ফেরাতে হয়েছে বেতন। SSC দুর্নীতি মামলায় বিদ্ধ সেই পরেশ অধিকারীকেই করা হল রোগী কল্যান সমিতির চেয়ারম্যান।
বিজ্ঞপ্তিতে সুপার স্পেশালিটি হাসপাতালের পাশাপাশি গ্রামীণ হাসপাতাল পিছু এক জন করে রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন নিযুক্ত করা হয়েছে। এর ফলে গ্রামীণ হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে বলে দাবি স্বাস্থ্য অধিকর্তার।
হাসপাতালে রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় দেখভালের দায়িত্ব, হাসপাতালে কোনও পরিষেবা জনিত সমস্যা সহ একাধিক বিষয়ে নজরদারি করবেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান। স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ায় হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নও দ্রুত হবে বলেই জানিয়েছেন জনস্বাস্থ্য আধিকারিক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊