UPSC Prelims Result 2022: UPSC পরীক্ষার ফল প্রকাশ, কি করে দেখবেন ফল


UPSC Prelims Result 2022



২০২২ সালের ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)। সরকারি ওয়েবসাইট upsc.gov.in- এ ফল জানতে পারবেন প্রার্থীরা। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা এবছর ৫ই জুন অনুষ্ঠিত হয়েছে। আইএএস, আইপিএস, আইএফএস-সহ আরও একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা নিয়োগের এই পরীক্ষায় প্রিলি পাশ করলে মেইন্সের জন্য উত্তীর্ণ হয় প্রার্থীরা।



কীভাবে দেখবেন প্রিলিমিনারি রেজাল্ট:

সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এখানে যান।

হোমপেজে whats new-সেকশন পাবেন, সেখানে গিয়ে ক্লিক করুন।

সেখানে একটি লিঙ্ক দেখতে পাবেন, যেখানে “Result: Civil Services (Preliminary) Examination, 2022 লেখা হয়েছে।

এই লিঙ্কে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। সেখানেই প্রিলিমিনারির ফল দেখা যাবে।



প্রিলিমিনারি পরীক্ষার পাশ করার পর প্রার্থীকে মেইন্স পরীক্ষায় বসতে হবে। ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২২ -এর মেন পরীক্ষার জন্য নিয়ম মেনে মূল পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইউপিএসসি। প্রতিবছর প্রায় লাখ দশেক পরীক্ষার্থী এই পরীক্ষার বসেন। এই পরীক্ষায় নম্বর, কাট অফ মার্কস (Cut-off Marks) এবং প্রিলিমিনারির answer key-ও পরে ওয়েবসাইটে দেওয়া হবে।