থানার রক্তদান শিবিরে রক্ত দিলেন লোকপুর থানার ওসি
অভীক মিত্র -
লোকপুর থানায় অনুষ্ঠিত রক্তদান শিবিরে রক্ত দিলেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত ।
বীরভূম জেলা পুলিশের উদ্যেগে লোকপুর থানার সহযোগিতায় লোকপুর থানা প্রাঙ্গণে সোমবার সকালে "উৎসর্গ" রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ।
বীরভূম জেলা পরিষদের সদস্যা আঁখি অধিকারী,ডিএসপি হেড কোয়ার্টারস মোহতাসিম আক্তার,সিআই চন্দ্রপুর পীযূষকান্তি লায়েক,লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, খয়রাশোল ব্লক তৃনমূল সভাপতি কাঞ্চন অধিকারী, খয়রাশোল ব্লকের বিডিও পৃথ্বীশ দাস,খয়রাশোল পঞ্চায়েতসমিতি সভাপতি শ্যামল গায়েন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ।
পুলিশকর্মী,সাধারণ মানুষ মিলে মোট পঁয়তাল্লিশজন রক্তদাতা রক্তদান করেন ।
good news
ReplyDelete