WBCHSE : সামনেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তারপর কি নিয়ে পড়লে ভবিষ্যত উজ্জ্বল হবে ?

সামনেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তারপর কি নিয়ে পড়লে ভবিষ্যত উজ্জ্বল হবে ? 


WBCHSE



সামনের জুন মাসে উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2022) প্রকাশিত হবে । উচ্চমাধ্যমিকের পর ছাত্র ছাত্রী কি কি নিয়ে পড়াশোনা করবে 
(HS Result 2022) এই নিয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে একটা কৌতুহল কাজ করে - তারপর কি ?

 


এই সিদ্ধান্তই বলে দেবে আপনার বা আপনার ছেলেমেয়ের ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে । একবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে সারা জীবন আফসোস করতে হবে (HS Result 2022)। আর্টস কমার্স সায়েন্স পড়ে কি কি বিষয়ের উপর কোন কোন কোর্স করলে সফলতা পাওয়া যায় এই সম্বন্ধে সঠিক জেনে বুঝে তারপর সঠিক সিদ্ধান্ত নিতে হবে।


WBCHSE



প্রতি বছরের মতো এবছরও TULIP CONSULTANCY এর ব্যবস্থাপনায় আগামী 25/05/22 বুধবার সকাল 11টায় বামনহাট অঞ্চল অফিসের সামনে স্টার ভবনে এবং আগামী 27/05/22 শুক্রবার সকাল 11 টায় দিনহাটা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে এক ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম এর আয়োজন করা হয়েছে । উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকবেন সুদূর কোলকাতা থেকে TULIP CONSULTANCY এর কর্ণধার বিশিষ্ট ক্যারিয়ার কাউন্সিলর Mrs PUBALI MOITRA (Bsc, MBA, PGDBM)


সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Result 2022) পর কোন কোন বিষয় নিয়ে পড়াশুনা করলে ভবিষ্যৎ সুনিশ্চিত হতে পারে? কোন কোর্সে কত সময় লাগতে পারে ? কতই বা খরচ? কিভাবে এডুকেশনাল লোন পাওয়া যাবে? এসব কিছুর ভিত্তিতে সেশনটি অনুষ্ঠিত হবে। সরাসরি আলোচনা করে ভবিষ্যতের সঠিক পথ নির্বাচন করার সুযোগ পাবেন। 
যোগাযোগের ঠিকানা- 

                 Tulip Consultancy

                 Dinhata and Bamanhat Branch

                  Mob-8967029002

                          9002782501

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ