Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News: করোনা কেড়ে নিয়েছিলো বাবার প্রাণ- স্মৃতিঘেরা সেই দিনে পুত্র ও কন্যার বিশেষ উদ্যোগ

করোনা কেড়ে নিয়েছিলো বাবার প্রাণ- স্মৃতিঘেরা সেই দিনে পুত্র ও কন্যার বিশেষ উদ্যোগ 




Dinhata News: শুম্ভু দেব। দিনহাটার খেলাধূলার ইতিহাসে এক বিশিষ্ট নাম। অনেক খেলাতেই কাপ জিতে এনেছিলেন। কিন্তু করোনা সংক্রমণে গতবছর কোভিড কেয়ারে তীব্র লড়াই চালিয়েও জিতে উঠতে পারেননি।  আজ তাঁর মৃত্যু বার্ষিকিতে তাঁর পুত্র এবং কন্যা দিনহাটা হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে খাবার বিতরণ করলেন। 


পুত্র শুভঙ্কর দেব এবং কন্যা রূপা দেব আজ নিজ হাতে অসুস্থ রোগীদের হাতে খাদ্যদ্রব্য বিতরণ করেন। তাঁরা জানান- বাবার স্মৃতি আজও অমলিন। তাই সেই স্মৃতিঘেরা দিনে অসুস্থ মানুষদের সেবা করার চেষ্টা করলাম। 


দিনহাটা বয়েজ রিক্রেয়শন ক্লাবের সম্পাদক অর্ঘ্য কমল সরকার জানিয়েছেন- ' বাবার স্মৃতিতে সন্তানদের এই উদ্যোগ ধন্যবাদ যোগ্য। খুব ভালো উদ্যোগ নিয়েছেন তাঁরা। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code