'গতবছর আজকের দিন পর্যন্ত দলটা নিষ্কলুষ ছিল', এবার বিস্ফোরক দেবাংশু


Debangshu Bhattacharjee


তৃণমূল সরকারের ১১ বছর পূর্তির আগের দিন এবার বিস্ফোরক তৃণমূলের অন‍্যতম যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। এদিন ফেসবুকে বিস্ফোরক দেবাংশু।




ফেসবুক পোস্টে দেবাংশু লিখেছেন, "গতবছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল, সেটাই নিষ্কলুষ। ধান্দাবাজহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল।'' আরও পড়ুনঃ Eid-Ul-Fitar: ২রা মে ঈদ উল ফিতর সৌদি আরবে, ভারতে কবে? 




"তারপর তো বন্যা এল! গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার! তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস। তারা পিছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা।''ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। আরও পড়ুনঃ প্রিয়জনের ঠোঁটে চুমু তো খান, জানেন কি চুমুর সময় ঘটে যাওয়া এই তথ্য!