Dhupguri News: ম্যারাথনের মধ্যে দিয়ে এ বছরের মতো শেষ হল ধূপগুড়ি উৎসব
ম্যারাথনের মধ্যে দিয়ে এ বছরের মতো শেষ হল ধূপগুড়ি উৎসব।ধূপগুড়ি উৎসব ও গ্রন্থ মেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল ধূপগুড়ি ম্যারাথনের।সোমবার ধূপগুড়ি ব্লকের শালবাড়ির সোনাতলাহাট থেকে ধূপগুড়ি পুর ফুটবল মাঠ পর্যন্ত ম্যারাথন অনুষ্ঠিত হয়।
জানা গিয়েছে করোনা মহামারি পরিস্থিতি কাটিয়ে এ বছর বড় আয়োজনের মধ্য দিয়ে ধূপগুড়ি উৎসবে আয়োজন প্রস্তুতি শুরু হয়েছিল।দশ দিন ব্যাপী চলত এই উৎসব।কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এ বছর ধূপগুড়ি উৎসব স্থগিত রাখা হয়েছে।তাই ধূপগুড়ি ম্যারাথনের মধ্যে দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করেলেন পুরসভার চেয়ারম্যান ভারতী বর্মন।এদিনের এই ধূপগুড়ি ম্যারাথনে প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন।পুরসভার তরফে চিকিৎসক,অ্যাম্বুল্যান্স সহ সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল।এদিনের ম্যারাথনে প্রথম হয়েছে মেটেলির বিকাশ ভুজেল, দ্বিতীয় হয়েছে কালিম্পং এর জয়ন্ত দাস এবং তৃতীয় হয়েছে কালিম্পং এরই বিশাল ছেত্রী।প্রথম,দ্বিতীয়,তৃতীয়কে মেডেলের পাশাপাশি যথাক্রমে দশ হাজার,সাত হাজার এবং পাচঁ হাজার পুরস্কার দেওয়া হয়েছে।এর পাশাপাশি আরও সাতজনকে এক হাজার টাকা করে পুরস্কৃত করা হয়েছে ধূপগুড়ি উৎসব ও গ্রন্থ মেলা কমিটির পক্ষ থেকে।
এছাড়াও এক খুদে প্রতিযোগিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊