Cannes-র মঞ্চে পোশাক খুলে প্রতিবাদ ইউক্রেনের তরুণীর - আমাদের ধর্ষণ করা বন্ধ হোক
![]() |
source: getty image |
কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে দাঁড়িয়ে পোশাক খুলে প্রতিবাদ জানালেন ইউক্রেনের এক যুবতী। অজস্র ক্যামেরার সামনে তিনি পোশাক খুলতেই দেখা যায়, ওই যুবতী শরীরে এঁকেছেন Ukraine -এর পতাকা। যার মাঝে লেখা- "আমাদের ধর্ষণ করা বন্ধ হোক!"
কান ফিল্ম উৎসবের রেড কার্পেটের দিকে যখন সবার নজর, হাজার ফ্ল্যাশের ঝলকানি,তখন এক ইউক্রেনীয় নারী ঘটালো ছন্দপতন। নগ্ন শরীরে , নিম্নাঙ্গে স্বল্পবসন, উর্ধাঙ্গে ইউক্রেনের জাতীয় পতাকার রঙে রঙ করা। আর বুকের সামনে লেখা- 'STOP RAPING US' .
শুক্রবার ওই সাহসী পদক্ষেপের মাধ্যমে বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি। ক্যামেরায় পোজ দেওয়ার পাশাপাশি ওই তরুণী ক্রমাগত স্লোগান দিয়েছেন এদিন। এরপরেই নিরাপত্তা রক্ষীরা রেড কার্পেট থেকে ওই যুবতীকে সরাতে উদ্যত হন। এর মাঝেও ক্রমাগত স্লোগান দিতে থাকেন তিনি। গোটা ঘটনাটিই ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊