Latest News

6/recent/ticker-posts

Ad Code

Tejasswi Prakash: লাল গাউন, বক্ষ ভাঁজে উপচে পড়া যৌবন, কুপোকাত নেটপাড়া

লাল গাউন, বক্ষ ভাঁজে উপচে পড়া যৌবন, কুপোকাত নেটপাড়া

Tejasswi Prakash



ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ ( Tejasswi Prakash )। লাল রঙের গাউনে শরীরী উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী। তার Hot লুকে কুপোকাত ভক্তরা।




Tejasswi Prakash

লাল গাউনে লম্বা স্লিট। সুন্দরীর পদযুগল পারদ চড়াচ্ছে নেটপাড়াজুড়ে। তাঁকে দেখে ঝড় উঠছে যুবা হৃদয়ে।


Tejasswi Prakash



শরীর থেকে চুঁইয়ে পড়ছে যৌবন। বক্ষ খাঁজ স্পষ্ট। বিগবস ১৫ সিজনের জয়ী অভিনেত্রী সুন্দর চেহারা জায়গা করে নিয়েছে যুবকদের হৃদয়ে।

Tejasswi Prakash


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশের শারিরীভাষা যুবা হৃদয়ে ঝড় তুলেছে।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ



এর আগে লাল প‍্যান্ট ও ব্রালেটে পারদ চড়িয়েছেন অভিনেত্রী। তাঁর নজরে যেন যাদু। 
Tejasswi Prakash




সেক্সি ফিগারে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। তাঁর দিকে তাকালেই যেন চোখ ফেরানো মুশকিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code