এবার কি নতুন রাজনৈতিক দল গড়ে ভোটের ময়দানে নামছেন প্রশান্ত কিশোর? টুইট ঘিরে জল্পনা
ভোটকুশলীরুপেই আমরা চিনি প্রশান্ত কিশোরকে Prashant Kishor। কিন্তু আজকের এক টুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা। নতুন দল তৈরি করে রাজনীতির লড়াইয়ে নামছে না তো প্রশান্ত। পোস্ট ঘিরে এমনই ইঙ্গিত। নাকি মানুষকে সচেতন করার কথা বলছেন। প্রশ্ন উঠছে এবার কি নতুন রাজনৈতিক দল গড়ে ভোটের ময়দানে নামছেন প্রশান্ত কিশোর?
ভোটকুশলী এদিন টুইট করেন, ‘গণতন্ত্রের অর্থবহ অংশ হয়ে ওঠার পথে অন্বেষণের ১০ বছর হতে চলল’, ‘এবার জনতার কাছে যাওয়ার সময় হয়েছে’ ‘জন সূরজের পথে আসবে মানুষের সুশাসন’ ‘শুরু হবে বিহার থেকে’। আরও পড়ুনঃ মে মাসেই আয়লা, ইয়াস, আমফানের ধ্বংসলীলা দেখেছে বাংলা, আবারও নিম্নচাপের আশঙ্কা
প্রশান্ত কিশোরের এই ট্যুইট ঘিরে জল্পনা বেড়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊