Partha Chaterjee: SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল CBI
SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল CBI । স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ইতিমধ্যে একবার সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন। এবার ফের তলব সিবিআইয়ের। আগামী সপ্তাহে দ্বিতীয়বার পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে হবে সিবিআইয়ে।
CBI সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানে কিছু অসঙ্গতি মিলেছে। তিনি যে বয়ান দিয়েছেন, তার সঙ্গে উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ানের কিছু জায়গা অমিল। তাই আগামী সপ্তাহে দ্বিতীয়বার পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে মূলত তিনটি পয়েন্ট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিবিআই সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটি কেন তৈরি হয়েছিল? কার নির্দেশে, কীভাবে এই কমিটি গঠন করা হয়েছিল? কমিটির সদস্য কারা হবেন, সেটা কারা ঠিক করেছিল? শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী নিয়ম মানা হয়েছিল? শিক্ষামন্ত্রী হিসেবে তিনি কী কী বিষয় দেখতেন? এমনি বেশ কিছু প্রশ্ন করা হয় তাকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊