Latest News

6/recent/ticker-posts

Ad Code

DYFI: নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করল বাম যুব নেতৃত্ব

নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করল বাম যুব নেতৃত্ব

DYFI




নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করল বাম যুব নেতৃত্ব। সল্টলেকের ইজেডসিসিতে রবিবারই শেষ হল ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন। বাংলার বুকে বসে সম্মেলন আর এই সম্মেলনেই বাংলার নেতৃত্ব কেই গুরুদায়িত্ব দেওয়া হল। নতুন দায়িত্ব পেলেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নেতা হিমগ্নরাজ ভট্টাচার্য।




কলকাতার বুকে সম্মেলনে লড়াইয়ের বার্তা দিয়েছেন রাজ্যের যুব নেতা-নেত্রী সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। সৃজন, মীনাক্ষীদের ‘মেন্টর’ হলেন হিমগ্নরাজ। DYFI র সবসময়ের নেতা ছিলেন তিনি। মাঝখানে দলের সঙ্গে কিছুটা দূরত্ব বাড়লের ফের লড়াইয়ে ঝাপিয়ে পড়েন তিনি। এমনটাই জানা যাচ্ছে। আর এবার দলের গুরুদায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বভার পড়েছে তার হাতে।




এতদিন DYFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন অভয় মুখোপাধ্যায়। এবার তাঁর পদে স্থলাভিষিক্ত হলেন হিমগ্নরাজ ভট্টাচার্য।এছাড়াও, সদ্য সমাপ্ত DYFI-র একাদশ সর্বভারতীয় সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ৭৭ জনের কেন্দ্রীয় কমিটি গঠিত হল। সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হলেন এ.এ.রহিম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code