Paresh Adhikary, CBI: মন্ত্রী পরেশকে টানা ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো CBI

Paresh Adhikary, CBI: মন্ত্রী পরেশকে টানা ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো CBI

Paresh Adhikary



রাজ‍্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী CBI জিজ্ঞাসাবাদের আগে নিখোঁজ ছিলেন ৩৬ ঘন্টা। আর এরপর আজ সন্ধ‍্যা ৭টা ৩০-র দিকে সিবিআই দপ্তর নিজাম প‍্যালেসে হাজিরা দিতে হাজির হন মন্ত্রী। আর এর পর প্রায় তিন ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এরপর নিজাম প‍্যালেস থেকে বেড়িয়ে সোজা এমএলএ হস্টেলে যান প্রতিমন্ত্রী। বিমান বন্দর থেকে নেমে পুলিশি ঘেরাটোপে নিজাম প‍্যালেসে পৌঁছান পরেশ অধিকারী।




মেয়ের চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। কিন্তু সময়মতো হাজিরা না দেওয়ায় আদালত অবমাননার মামলা করে সিবিআই। এরপর আদালত ফের একবার সুযোগ দেয় প্রতিমন্ত্রীকে। নির্দেশ অনুযায়ী আজ বিকেল তিনটা পর্যন্ত সময় ছিল হাজিরা দেওয়ার। পরে মেইল করে সময় নেন পরেশ।




দুপুর ২টো নাগাদ ইমেল করে সময় চান মন্ত্রী। তিনি জানান, কোচবিহারে রয়েছেন, বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ কলকাতায় পৌঁছবেন। যদিও এরপরই মন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari) এবং তাঁর মেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই (CBI)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ