M. S. Dhoni: বিশ্বের প্রথম উইকেট কিপার হিসেবে নয়া নজির ধোনির





বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 40 পেরোলোয় এখনো মাঠে অনবদ্য তার অনন্য রেকর্ড করার অভ্যাস হয়ে গেছে। 



দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে মাঠে নেমে নতুন রেকর্ডের মালিক হয়েছেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে রবীন্দ্র জাদেজা কে দেওয়ার পর তেমন ভাবে সফল হতে পারেনি চেন্নাই সুপার কিংস এরপর অধিনায়কত্বের দায়িত্ব আবার যখন গ্রহণ করেছেন ধোনি তখন জয়ের সারণিতে ফিরেছে দল। 



চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে 200 ক‍্যাচ সংগ্রহ করলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দীনেশ কার্তিক কার্তিক। তৃতীয় স্থানে রয়েছেন কামরান আকমল। চতুর্থ স্থানে রয়েছেন প্রোটিয় উইকেটকিপার কুইন্টন ডি কক।