Latest News

6/recent/ticker-posts

Ad Code

তেল কারখানায় ভয়াবহ আগুন

তেল কারখানায় ভয়াবহ আগুন

Oil meal




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-

ব্রায়ান রাইস অয়েল কারখানায় ভয়াবহ আগুন,ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন




পূর্ব বর্ধমানের গলসির ভাসাপুল এলাকায় অয়েল কারখানায় ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলছে একটি বৃহৎ রাইস ব্রান তেল তৈরীর কারখানা। আগুনে পুরোপুরি ভীষ্মভুত তেল মিলের ভুষিঘর থেকে বড়বড় গোডাউন। 



রাত সাড়ে দশটা নাগাদ ২ নং জাতীয় সড়কের গলসির ভাসাপুলে রাধেশ্যাম এগ্রো ইন্ডাস্ট্রিজে ওই ভয়ানক আগুন লাগে। মিলের এক দেড়শো মিটার পরেই একটি পেট্রোল পাম্প থাকায় আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। আসে পাশের গ্রাম থেকে ছুটে আসেন স্থানীয় মানুষজন। কারখানায় ভিতর থেকে বিশাল আকারে কালো ধোঁয়া বেরতে দেখে হকচকিয়ে যান পাশে সিংপুর গ্রামের মানু‌ষ। 




ঘটনাস্থলে ছুটে আসে গলসি থানার পুলিশ। পুলিশের প্রচেষ্টায় কারখানার ভিতরে থাকা ঘুমন্ত শ্রমিকদের উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন এসে ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন কিছুটা আয়ত্তে আনে। তবে সকাল নটা পর্যন্ত পুরোপুরি ভাবে ওই আগুন নেভানো সম্ভব হয়নি। 




মিলের ভিতরে মজুত রয়েছে প্রচুর পরিমানে চালের খোসা অর্থাৎ ভুষি। তাতেই আগুন লেগে ওই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান ঠিক কত তা এখনও জানাতে পারেনি মিল কর্তৃপক্ষ। ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code