Big Breaking: SSC মামলায় সিঙ্গল বেঞ্চের CBI তদন্তের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ
এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল । সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আজ ডিভিশন বেঞ্চ জানায়, ‘নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ'।
স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের সাথে সহমত পোষন করে দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আইনজীবী ফিরদৌস শামিম বলেন, মামলাটি আবার সিঙ্গলবেঞ্চে পাঠানো হয়েছে। কোর্টের নির্দেশ অনুযায়ী রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বাগ কমিটির রিপোর্ট গ্রহণযোগ্য, সেই রিপোর্টকে আদালত মান্যতা দিচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়।
এই মামলায় সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারপর ডিভিশন বেঞ্চে যায় পার্থ চট্টোপাধ্যায়। সেই রায়ের উপর পাঁচ সপ্তাহের স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এদিন সেই মামলাগুলিরই একসঙ্গে শুনানি হয়। শুনানির পরে শেষ পর্যন্ত সিঙ্গলবেঞ্চের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে সেই মামলা ফিরে গেল অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চে।
Read More:
এসএসসি-নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশের রায়ই বহাল রাখলেন সুব্রত তালুকদার, আনন্দগোপাল মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আর তার ফলে এবার সিবিআইয়ে হাজিরা দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। এদিকে এসএসসির একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগ মামলায় নাম জড়িয়েছে শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ অধিকারীর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊