Mamata Banerjee: রাজ‍্যে বাড়তে চলেছে জেলার সংখ‍্যা, জানালেন মুখ‍্যমন্ত্রী

রাজ‍্যে বাড়তে চলেছে জেলার সংখ‍্যা, জানালেন মুখ‍্যমন্ত্রী 

Mamata Banerjee


WBCS Officers Association-র বার্ষিক সাধারন সভায়, জেলার সংখ্যা বাড়তে চলেছে রাজ্যে, এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এদিনের এই অনুষ্ঠানে জেলা প্রশাসকদের প্রশংসায় পঞ্চমুখ হলেন মমতা (Mamata Banerjee)।




এছাড়াও তিনি বলেন, ''আমাদের তো আরও জেলা বাড়বে। আজ ২৩টি জেলা। একদিন তো ৪৬টি জেলা হতে পারে। আজকে বিহারে দেখুন। ওদের প্রায় ৫০-৬০টি জেলা। আমাদেরও তো অনেক বড় বড় জেলা। সেগুলোকে তো ভাগ করতে হবে। তার জন্য পরিকাঠামো দরকার। অফিসার চাই। পরিকাঠামো যদিও বা আছে। কিন্তু অফিসার তো পর্যাপ্ত নয় আমাদের কাছে।''







এদিন -WBCS অফিসারদের জন‍্য একাধিক ঘোষনা দেন মুখ‍্যমন্ত্রী। ভাতা বৃদ্ধি থেকে শূন‍্যপদ বৃদ্ধি সহ একাধিক ঘোষনা দেন। পাশাপাশি কেন্দ্র সরকারের বঞ্চনা নিয়ে তোপ দাগেন মমতা বন্দোপাধ‍্যায়।




কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আজকে দুয়ারে সরকার বলুন, পাড়ায় সমাধানই বলুন বা অন্য যে কোনও কাজই বলুন কেন্দ্রীয় সরকারে অনেক কিছুতেই বিরোধীতা রয়েছে। শুনলাম একশো দিনের কাজের টাকাই ঠিক মতো দেয়নি। যেন মনে হচ্ছে যে নিজের পকেট থেকে টাকা দিচ্ছে। টাকাটা তো এখান থেকে নিয়ে যাচ্ছে সেখানেও যদি থাবা বসায় তাহলে কী করে হবে। আমি মনে করি কতগুলো কাজ কেন্দ্রের, কতগুলো রাজ্যের। আমাদের কোনও সমস্যা হলে তার সমাধান আমরা করতে পারি। যাঁরা যে পোস্টে আছেন, সেখান থেকে মানুষের কাজের সমাধান করুন।''

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ